Header Ads

  • Read More!

    About




    ইসলাম নিয়ে বাঙ্গাল নাস্তিকের অ্যালার্জি বেশ পুরনো। সমানভাবে সব ধর্মের বিরোধিতার দাবি করলেও বাংলাভাষী “মুক্তমনা”দের মাঝে আর সব কিছুর চাইতে ইসলামবিদ্বেষ বেশি দেখা যায়। তাই থ্যাংকসগিভিং থেকে কালীপূজা, ম্যাকডোনাল্ডস থেকে কেএফসি – সব কিছুর মাঝে কিছু না অর্থ খুজে পেলেও বাঙ্গাল নাস্তিক ঈদ উল আজহার মাঝে খুজে পায় নিষ্ঠুরতা। হজ্বের জন্য মুসলিমরা নিজেরা টাকা খরচ করলে তাদের গাত্রদাহ হয়, কিন্তু ফি বছর পূজোমন্ডপের জন্য কোটি টাকা খরচ করার মাঝে কিংবা পহেলা বৈশাখে সোনার দামে ইলিশ খেয়ে বাঙ্গালিত্বের সাধনা করায় তারা পরম প্রশান্তি খুজে পান।



    আমাদের সম্পর্কে

    Islamic TV কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক ইসলামী ওয়েবসাইট। Islamic TV বাংলা ভাষায় শুদ্ধ ইসলামী জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার এতে রয়েছে শত শত প্রবন্ধ, বই, ইসলামি অডিও/ ভিডিও লেকচার,এবং আরও অনেক কিছু যা প্রতিনিয়ত আপডেট করা হয়। এটি ইসলামিক দাওয়াহ তথা কম সচেতন মুসলিম এবং অমুসলিমদের মাঝে ইসলামের সঠিক চিত্র উপস্থাপন, বোধগম্যকরণ, আত্মস্থকরণ এবং সেই সাথে ভ্রান্ত ধারণার অবসান ঘটানোর মানসে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।



    আমাদের উদ্দেশ্য

    Islamic TV ওয়েবসাইটের প্রধান উদ্দেশ্য হচ্ছে, বাংলা ভাষায় সালাফে সালেহীনের উপলব্ধি অনুসারে আহলে সুন্নাহ ওয়াল-জামা‘আহ -এর পথ ও পদ্ধতি মোতাবেক মুসলিমদেরকে তাদের দ্বীনের অত্যাবশ্যকীয় আকীদা ও ইবাদত সংক্রান্ত বিষয়াদির সঠিক জ্ঞান প্রদান এবং অমুসলিমদের কাছে ইসলাম-পরিচিতি ও ইসলামের সৌন্দর্য বর্ণনা; ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণা নিরসন ও সংশয় দূরীকরণ করা।

    আমাদের আকাঙ্ক্ষা:


    • মুসলমানদের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করা ও তা চর্চা করানো।
      তাওহীদের প্রচার ও শিরক-বিদআতের অপনোদন ।
      ইসলামের নামে ভ্রান্ত মতবাদ, বিজাতীয় মতবাদ, কুসংস্কার, অপসংস্কৃতি, অপব্যাখ্যা দূর করা।
      তাওহীদের ছায়াতলে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা।
      ঈমান ও আমলের মাধ্যমে মানুষকে একটি ‘সুন্দর জীবন’ গড়তে সাহায্য করা
      ইসলামিক ধর্মচিন্তা ও রীতিনীতি সম্পর্কে মুসলমান ভাই বোনকে অবগত করা, যা সন্ত্রাসবাদ, চরমপন্থা, ভুল ধারনা ও বিদ্বেষের বিরুদ্ধে রক্ষাপ্রাচীর।
      অমুসলিমদের মাঝে ইসলামের আহ্বান পৌছানো।
      মুসলমান ভাই বোনদের প্রয়োজনীয় সেবা প্রদান করা।



    পরিশেষে:
    “তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং নেক কাজ করে, তাদের সাথে আল্লাহ তায়ালা ওয়াদা করেছেন, তিনি জমিনে তাদের অবশ্যই ক্ষমতা এবং কর্তৃত্ব দান করবেন- যেমনিভাবে তিনি তাদের আগের লোকদের ক্ষমতা এবং কর্তৃত্ব দান করেছিলেন, যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন তাও তাদের জন্য সুদৃঢ় করে দেবেন, তাদের ভীতিজনক অবস্থার পর তিনি তাদের অবস্থাকে শান্তিতে বদলে দেবেন, তারা শুধু আমারই গোলামী করবে, আমার সাথে কাউকে শরীক করবেনা; এরপরও যে তাঁর নাফরমানী করবে তারাই গুনাহগার”।(সুরাহ আন নুরঃ ৫৫)





    HTML Ayat Plugin

    এই স্ক্রিপট টি আপনার সাইটে প্রতি ভিজিটে প্রত্যেক ভিজিটর কে র্যান্ডম ভাবে একটি করে কুরআনের বাংলা আয়াত প্রদর্শন করবে। প্রতি ভিজিটে অথবা পেজ রিলোডে এটি আটোমেটিক ভিন্ন ভিন্ন আয়াত প্রদর্শন করবে। by AlQuranBd


    এটা কি?
    এই স্ক্রিপট টি আপনার সাইটে প্রতি ভিজিটে প্রত্যেক ভিজিটর কে র্যান্ডম ভাবে একটি করে কুরআনের বাংলা আয়াত প্রদর্শন করবে। প্রতি ভিজিটে অথবা পেজ রিলোডে এটি আটোমেটিক ভিন্ন ভিন্ন আয়াত প্রদর্শন করবে।



    কিভাবে যুক্ত করবেন?
    খুব সহজ… আপনার সাইটের যেখানে আপনি একটি করে কুরআনের আয়াত দেখাতে চান সেখানে নিচের ১ লাইনের কোড টুকু কপি করে পেষ্ট করে দিন। এটি html কোড অথবা javascript হিসেবে যোগ করুন। এখানে বেসিক কোড টুকু দেওয়া আছে।


    Code:
    <script type="text/javascript" src="http://www.alquranbd.com/source/q1.php"></script>